বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর এলাকায় ইটবিছানো সড়কের পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। স্থানীয় লোকজন এটিকে ডাঙ্গা বলে ডেকে থাকেন। খালের পানি এখন অনেকটাই কমে এসেছে। খালে পুঁতে রাখা বাঁশ এবং বিভিন্ন ভাসমান জিনিসের ওপর নানা প্রজাতির পাখির আনাগোনা দেখা যায়। বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর এলাকার খালে আনাগোনা করা পাখিদের ছবি নিয়ে এ ছবির গল্প সাজানো হয়েছে।
