এপ্রিল থেকে জুন—এ সময় বিভিন্ন ধরনের পাখির প্রজনন মৌসুম। এ কারণে পাখির কলকাকলিতে গ্রামীণ জলাশয়গুলো মুখর হয়ে ওঠে। বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া গ্রামের জলাশয়ে কচুরিপানার আড়ালে দেখা গেল পাতি সরালি পাখি। কখনো কচুরিপানার ভেলায় ছানা নিয়ে ছুটে চলা, কখনো–বা সতর্ক দৃষ্টিতে পাহারা দেওয়া সরালি মা–বাবা। আবার কখনো কচুরিপানার আড়ালেই আশ্রয় খোঁজা—সব মিলিয়ে এ জলাশয় যেন পাতি সরালিদের এক রঙিন সংসার।
