সাধারণত বর্ষা মৌসুমে চরাঞ্চলের মহিষ গ্রামে আনা হয়। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালুঝুড়ি এলাকায় সাধন ঘোষের প্রায় শতাধিক মহিষ যমুনার চরাঞ্চল থেকে গ্রামের শুকনো জায়গায় এনে লালন–পালন করা হচ্ছে। বগুড়ার গাবতলী উপজেলার মেন্দিপুর গ্রামে মহিষগুলো মাঠে আনা হয়েছে। সম্প্রতি তোলা ছবি।
