প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসেছে। মাছের মেলা নামেও পরিচিত এই মেলা। মেলা দুই দিনের হলেও আবহ থাকে বেশ কয়েক দিন। এলাকার নাম অনুসারে হয় পোড়াদহের মেলা। মেলায় বড় মাছ ও নানা ধরনের মিষ্টির সমাহার বসে। দীর্ঘদিনের এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন মহিষাবান ইউনিয়নের বাসিন্দারা।
