রংপুর শহরের কাছারিবাজার এলাকার ফুটপাতে মাটির তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। গৃহস্থালি ও ঘর সাজানোর সুন্দর কারুকার্যময় এসব পণ্য সহজেই নজর কাড়ে ক্রেতাদের। এসব তৈজসপত্র বিক্রি করে একটি বড় জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করছে।
মোহাম্মদ মঈনুল ইসলামরংপুর
দৃষ্টিনন্দন মাটির তৈরি পণ্য
বিজ্ঞাপন
মাটির তৈরি শোপিস পরিষ্কার করছেন একজন ব্যবসায়ী
বিজ্ঞাপন
দোকানে রয়েছে বিভিন্ন নকশার মাটির থালাসাজিয়ে রাখা হয়েছে মাটির তৈরি কাপ–পিরিচ মাটির তৈরি ঐতিহ্যবাহী গরুর গাড়ি নজর কাড়ে ক্রেতাদেরচিতই পিঠা তৈরির পাত্র বিক্রি হয় দোকানেভাপা পিঠা তৈরির হাঁড়ি পাওয়া যাচ্ছে দোকানগুলোতেদেয়ালে টাঙানোর শোপিসছোট–বড় বর্ণিল ফুলদানিসঞ্চয়ের জন্য মাটির ব্যাংক পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে