যমুনার চরে গরু পালন

বাংলাদেশের চরাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ কৃষিজীবী। তাই প্রায় সব ঘরেই রয়েছে গরু। পরিবারগুলোর নারী-পুরুষ মিলে এই গরু লালন-পালন করে থাকেন। জমি চাষে যেমন গরু ব্যবহার হয়, তেমনি গরুর দুধ বিক্রি করে অনেকে সংসার চালান। বগুড়ার সারিয়াকান্দির শালুখা চরও এর ব্যতিক্রম নয়।

চরে গরু চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী
চরে গরু চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী
সবুজে ঘেরা চরের মেঠো পথ ধরে গরু নিয়ে চলা
চরে গরু চরাতে যাওয়ার পথে রোদ থেকে বাঁচতে সঙ্গী হলো ছাতা
জল-কাদা পেরিয়ে নেওয়া হচ্ছে গরু
কৃষকের ঘরের পাশেই গোয়ালঘর। তাও গরু চুরি হয় হয় বলে কৃষকদের অভিযোগ
বাড়ির উঠানে গরুকে খাওয়ানো হচ্ছে
এক রশিতে বেঁধে চরে নেওয়া হচ্ছে গরু দুটিকে
উপকারী গরু যেন আবার খেতের ফসল খেয়ে অপকার না করে, সে জন্য এগুলোর মুখে পরানো হয় ঠুসি
গরু চরানোর পর বাড়তি নেওয়ার আগে গোসল করানো হয়
গোসলের পর গরুকে তীরে বেঁধে রাখা হয় গা শুকানোর জন্য