শীতকালীন ফুলের চারা

বগুড়া শহরের ১২ কিলোমিটার উত্তরে মহাসড়কঘেঁষা গ্রামটির নাম গোকুল। বর্তমানে এখানে দুই শতাধিক নার্সারি আছে। গোকুল গ্রামের পাশেই ধাওয়াকোলা গ্রামের মাঠেও গড়ে উঠেছে নার্সারি। গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা, ডায়ানথাস, দোপাটি, নয়নতারা, গাজানিয়া, পিটুনিয়াসহ বাহারি ফুলের চারা বিক্রি হয়। এখন সেখানকার বিভিন্ন নার্সারিতে শীতকালীন ফুলের চারা তৈরির কাজ চলছে।

শীতকালীন ফুলের চারা বিক্রির জন্য বেডে বীজ বপন করছেন এক কৃষক
শীতকালীন ফুলের চারা বিক্রির জন্য বেডে বীজ বপন করছেন এক কৃষক
বীজের ওপর চালুনির সাহায্যে ঝুরঝুরে মাটি দেওয়া হচ্ছে
বীজতলা
বীজতলার সারি সারি বেড
বাড়তি মাটি ফেলে দেওয়া হচ্ছে
গজানো চারায় পানি দিচ্ছেন এক চাষি
চারা পরিচর্যায় ব্যস্ত কৃষক
বড় হচ্ছে ফুলের চারা
নার্সারিতে বাড়ন্ত সেলোসিয়া ফুল গাছ। এটিকে সাধারণত মোরগঝুঁটি বা লালমুর্গা বলা হয়