হিমছড়ির পাহাড়চূড়া থেকে নিচে তাকালেই চোখে পড়ে অপার সৌন্দর্য। নীল জলরাশি, ঢেউ আর ঝাউবনের সবুজ ছায়া। তবে এই সৌন্দর্যের আড়ালে বাড়ছে ক্ষতচিহ্নও। জোয়ারের ঢেউয়ে ভাঙছে সৈকত, ভাঙছে ঝাউবন, ভেঙে যাচ্ছে বাঁধ। প্রকৃতির টানাপোড়েনের এমন চিত্রই ফুটে উঠেছে সাম্প্রতিক সময়ে তোলা এসব ছবিতে।