খুলনায় কবুতরের হাট

কবুতরের হাট বলা হলেও সাপ্তাহিক এ হাটে কবুতরের পাশাপাশি পাখি, পশু ও অ্যাকুরিয়ামের মাছও বিক্রি হয়। কয়েক বছর আগে অবশ্য শুধু কবুতরপ্রেমীরা শুক্রবারের এ হাটে কবুতর কেনাবেচা করতে আসতেন। কিন্তু পরে তাতে যোগ হয় শখে পালন করা পাখি। এরপর কুকুর, বিড়ালসহ নানা রকম পশুপাখির সমাহারে জমজমাট হয় খুলনার নয়াবাটির সাপ্তাহিক হাট। ছবিগুলো আজ তোলা।

হাটে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।
হাটে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা।
ক্রেতার দৃষ্টি আকর্ষণে চেষ্টা এক বিক্রেতার।
বিক্রির জন্য আনা হয়েছে ককাটেল পাখির ছানা।
পছন্দের কবুতর দেখছেন ক্রেতারা।
পার্সিয়ান বিড়াল কোলে তুলে আদর করছেন এক তরুণী।
বিক্রির জন্য খাঁচায় টিয়া নিয়ে ঘুরছেন এক ব্যক্তি।
জার্মান স্পিচ কুকুরের গায়ে হাত বুলিয়ে আদর করছে কয়েকটি শিশু।
পোষা টিয়া হাতে নিয়ে ঘুরছেন এক ব্যক্তি।