প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সুধী সমাবেশের আয়োজন করা হয়। নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে গতকাল শনিবার এ সুধী সমাবেশে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, নারী উদ্যোক্তা, কবি, সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, আইনজীবী, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।