চট্টগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে মিলনমেলা

প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সুধী সমাবেশের আয়োজন করা হয়। নগরের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে গতকাল শনিবার এ সুধী সমাবেশে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, নারী উদ্যোক্তা, কবি, সাহিত্যিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, আইনজীবী, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা
ছবি: জুয়েল শীল
বংশীবাদক ক্যউপ্রু মারমার মন্ত্রমুগ্ধ পরিবেশনা
সুধী সমাবেশে আসা অতিথিদের একাংশ
সংস্কৃতিকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
প্রথম আলো সম্পাদকের সঙ্গে দলীয় ছবিতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা
ফুল দিয়ে প্রথম আলো পরিবারকে শুভেচ্ছা জানান পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন
সুধী সমাবেশে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু
প্রথম আলো সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম
সুধী সমাবেশে বক্তব্য দেন স্থপতি জেরিনা হোসাইন
প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতিকর্মী শুভ্রা বিশ্বাস
কুশল বিনিময় করছেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
প্রথম আলোকে শুভেচ্ছা জানাতে আসেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম
ইস্পাত প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহানের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রথম আলো সম্পাদক
সুধী সমাবেশে অংশ নেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দার খান
প্রথম আলোকে শুভেচ্ছা জানান মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল পাশা
ফুল দিয়ে প্রথম আলো সম্পাদককে শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি ও পরিচালকেরা
সুধী সমাবেশে অংশ নেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান আবু সুফিয়ান
স্থপতি জেরিনা হোসাইন সঙ্গে আলাপরত প্রথম আলো সম্পাদক
প্রথম আলো সম্পাদকের সঙ্গে সেলফি তুলছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা
সুধী সমাবেশে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
সমাবেশ শেষে চায়ের আড্ডায় অতিথিরা