ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলো বন্ধুসভার ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫। ‘আমরা সবাই বাংলাদেশ’ স্লোগানে কুয়াশামোড়া সকালে শুরু হয় সমাবেশ। উদ্বোধনের পর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের পাশাপাশি ওসমান হাদিকে স্মরণ করা হয়। পালন করা হয় এক মিনিট নীরবতা। মূকাভিনয় শেষে শহীদ হাদির স্মরণে নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা।

২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ সমাবেশ, শেষ হবে ২৭ ডিসেম্বর সকালে। সমাবেশে সারা দেশের প্রায় ১ হাজার ২০০ বন্ধু অংশ নিয়েছেন।

বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশ ২০২৫–এর উদ্বোধন
বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
বন্ধুদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
বন্ধুদের শুভেচ্ছা জানান অভিনয়শিল্পী আফজাল হোসেন
শুভেচ্ছা জানাতে আরও আসেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহমুদ ও সংগীতশিল্পী প্রীতম হাসান
১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী শহীদ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়
সমাবেশে ২০২৬ সালের জন্য সারা দেশের বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা করা হয়
বন্ধুসভার থিম সংয়ের ছন্দে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা
‘আমরা সবাই বাংলাদেশ’ থিমে বিভিন্ন বন্ধুসভা দেয়ালিকা তৈরি করে নিয়ে আসে
তাঁবু সাজানোতেও বন্ধুরা দেখান সৃজনশীলতা
শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুদের মূকাভিনয় প্রদর্শন