রাঙামাটির বরকল উপজেলার একটি ইউনিয়ন ‘বড় হরিণা’। এই পাহাড়ি জনপদে পৌঁছাতে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ। দুর্গম পাহাড় আর রুপালি গাঙের কোল ঘেঁষে গড়ে ওঠা এ জনপদের জীবনধারা শান্ত, তবে সংগ্রামী। এখানকার মানুষের শীতের কুয়াশাভেজা ভোর থেকে দিনান্তের কর্মব্যস্ততা, সেই সঙ্গে প্রাত্যহিক জীবনে মাটির কাছাকাছি বেঁচে থাকার জীবনধারা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা—
