বড় হরিণার জীবনছবি

রাঙামাটির বরকল উপজেলার একটি ইউনিয়ন ‘বড় হরিণা’। এই পাহাড়ি জনপদে পৌঁছাতে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ। দুর্গম পাহাড় আর রুপালি গাঙের কোল ঘেঁষে গড়ে ওঠা এ জনপদের জীবনধারা শান্ত, তবে সংগ্রামী। এখানকার মানুষের শীতের কুয়াশাভেজা ভোর থেকে দিনান্তের কর্মব্যস্ততা, সেই সঙ্গে প্রাত্যহিক জীবনে মাটির কাছাকাছি বেঁচে থাকার জীবনধারা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা—

কুয়াশাভেজা ভোরে দূরের কুয়া থেকে কলসি ভরে  পানি আনতে হয়
কুয়াশাভেজা ভোরে দূরের কুয়া থেকে কলসি ভরে  পানি আনতে হয়
জুমের সবজি বিক্রি করতে নৌপথে যাত্রা
সবজিখেতে নিত্যদিনের কাজ
পাহাড়ি ছড়া পারাপারে ভরসা বাঁশের সাঁকো
পাহাড়ের ঢালে ধানখেতে কাজে ব্যস্ত একজন
শীতের সকালে আগুন পোহাচ্ছেন তাঁরা। সঙ্গে আছে পোষা কুকুরটিও।
চলছে রান্নার আয়োজন
বাঁশের ঝুড়ি ‘মেজাং’ বুনছেন তিনি
নৌকায় চেপে বাজার থেকে বাড়ি ফেরা