রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের ‘জাতীয় ফল মেলা’। এ মেলায় দেশি ফলের সমাহার দেখা যায়। চাইলে ফল কেনাও যাবে এই মেলা থেকে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সাজিদ হোসেনঢাকা
জাতীয় ফল মেলার প্রবেশমুখে বিভিন্ন জাতের দেশি ফল সাজিয়ে প্রদর্শন করা হয়েছে।
বিজ্ঞাপন
ফল দিয়ে জাতীয় ফুল শাপলার আকৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নামসহ সাজিয়ে রাখা দেশি ফল দেখছেন দর্শনার্থীরা।স্টলে বিভিন্ন জাতের আম সাজিয়ে রাখা হয়েছে।একটি স্টলে শোভা পাচ্ছে দেশীয় নানান ফল।বিভিন্ন জাতের ফল দেখছেন দর্শনার্থীরা।বড় আকারের এই আমের নাম ‘কিং অব চাকাপাত’।বিক্রির জন্য মেলায় আম নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।মেলায় বিক্রির জন্য পাহাড়ি ফল নিয়ে এসেছেন পার্বত্য অঞ্চলের মানুষজন।ফল ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে ফল বিক্রি করছেন।বিক্রির জন্য নাম দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ফলগুলো।স্টলে ফলের সমাহার। স্টলে দেশি ফলের সমাহার।