বিএনপির অবরোধের চিত্র

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে আজ বুধবার। অবরোধের মধ্যে বেশির ভাগ জায়গায় দূরপাল্লার বাস ছাড়েনি। কোনো কোনো জায়গা থেকে দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী ছিল কম। দেশের বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতা–কর্মীরা। অবরোধ কর্মসূচি ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং এই কর্মসূচির প্রভাব নিয়ে ছবির গল্প।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে গাবতলী বাসস্ট্যান্ড ছিল অনেকটাই যাত্রীশূন্য। গাবতলী, ঢাকা
ছবি: আশরাফুল আলম
বিএনপির ডাকা ষষ্ঠ ধাপের অবরোধের প্রথম দিন। অবরোধের কারণে কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শাসনগাছা বাস টার্মিনালে
অবরোধের কারণে কুমিল্লা নগরের বেশ কিছু খাবার হোটেল ক্রেতাশূন্য দেখা যায়। জেলা স্কুলের সামনের সড়কের পাশের বধুয়া রেস্তোরাঁ
ফরিদপুরে অবরোধের সমর্থনে মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল
ফেনীর সোনাগাজীতে অবরোধের সমর্থনে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা
অবরোধের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপির ঝটিকা মিছিল। সাহেবের কবরখানা এলাকা খুলনা
অবরোধের মধ্যে সিলেট থেকে কম যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার কিছু বাস। সিলেট কদমতলী বাস টার্মিনাল
বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন বিরোধী দলের নেতা-কর্মীরা। বগুড়ার লিচুতলা মোড়সংলগ্ন দ্বিতীয় বাইপাস সড়ক এলাকা
অবরোধের সমর্থনে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের ঘুনিয়াতলা এলাকা
রংপুরে স্থানীয় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব খুবই কম। দূরপাল্লার যানবাহন না চললেও আন্তজেলা বাস চলাচলসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক। রংপুর নগরের মেডিকেল মোড় এলাকা
অবরোধের মধ্যে রাঙামাটি শহরের বনরুপা পেট্রলপাম্প এলাকার দুপুরের দৃশ্য