Thank you for trying Sticky AMP!!

বটগাছে হরিয়াল ও অন্য পাখিরা

ইট-পাথরের শহরে দিন দিন কমছে গাছপালা। তার মধ্যে বটগাছের সংখ্যা অনেকটাই কম। চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম আদালত পাড়া। পরির পাহাড় খ্যাত এই স্থানে দেখা পাওয়া যায় কয়েকটি বটগাছ। আর সেখানে বট ফল খেতে লোকজনের ভিড়ের মধ্যে দেখা মেলে হলদে পা সবুজ হরিয়ালসহ কয়েক জাতের পাখি। কোলাহলের মধ্যে এসব পাখির কিচিরমিচির শব্দ নজর কাড়ে অনেকের। ফল খাওয়ার পাশাপাশি নিজের মধ্যে অনেক সময় খুনসুটিতে মেতে ওঠে তারা। নানা ব্যস্ততার মধ্যে এই দৃশ্য কিছুটা স্বস্তি দেয় এখানে আসা লোকজনকে।

বট ফল মুখে এক হরিয়াল পাখি।
ফল ছিঁড়ে নিচ্ছে হরিয়াল পাখিটি।
ডালে বসে আছে একটি হরিয়াল।
পাখা বট ফল খুঁজছে পাখিটি।
পাকা বট ফলের মধ্যে বসে আছে হরিয়াল।
এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছে।
উঁচু ডালে বসে আছে এক হরিয়াল পাখি।
বট ফল খেতে হরিয়ালের সঙ্গে আসে কাঠশালিক পাখি।
ছোট বসন্ত বাউরি বসেছে বটের ডালে।
এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছে হলদে পা সবুজ হরিয়াল।