রংপুর নগরের বুক চিরে বয়ে চলেছে শ্যামা সুন্দরী খাল। এই খাল খনন করিয়েছিলেন রাজা জানকী বল্লভ সেন। নগরের কেল্লাবন্দ এলাকা থেকে শুরু হয়ে মাহিগঞ্জের খোকসা ঘাঘটে গিয়ে শেষ হয়েছে শ্যামা সুন্দরী। তবে দখল-দূষণ আর তদারকির অভাবে এখন বেহাল দশা এই খালের। শ্যামা সুন্দরী খালের ছবিগুলো গতকাল শুক্রবার তোলা—