শ্যামাসুন্দরী এখন ভাগাড়

রংপুর নগরের বুক চিরে বয়ে চলেছে শ্যামা সুন্দরী খাল। এই খাল খনন করিয়েছিলেন রাজা জানকী বল্লভ সেন। নগরের কেল্লাবন্দ এলাকা থেকে শুরু হয়ে মাহিগঞ্জের খোকসা ঘাঘটে গিয়ে শেষ হয়েছে শ্যামা সুন্দরী। তবে দখল-দূষণ আর তদারকির অভাবে এখন বেহাল দশা এই খালের। শ্যামা সুন্দরী খালের ছবিগুলো গতকাল শুক্রবার তোলা—

সরু নালার মতো পানির একটি ধারা গিয়ে খালে মিশেছে
সরু নালার মতো পানির একটি ধারা গিয়ে খালে মিশেছে
ঝোপঝাড়ে ভরে গেছে খালের বড় অংশ
ময়লা-আবর্জনা জমতে জমতে ভরাট হতে বসেছে খাল
খালজুড়ে জন্মেছে কচুরিপানা
অপরিচ্ছন্ন খালে সহজেই জন্মাচ্ছে মশা-মাছি
খালের দুধার কচুগাছে ছেয়ে গেছে
খালের দুধারে পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে বানানো হলেও সংস্কারের অভাবে সেসবের এখন বেহাল দশা
খালের কালো ও দুর্গন্ধযুক্ত পানি থেকে ছড়াচ্ছে নানান রোগ-জীবাণু
খালের পাশের এই ফলক শ্যামা সুন্দরীর ইতিহাসের কথা জানান দেয়