ঘোড়ার গাড়িতে আলুবহন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চল, ধুনট উপজেলা ও সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে আলু। গাড়িচালকেরা এ সময় মৌসুমি শ্রমিক হিসেবে এই কাজ করেন। চরেই তাঁরা থাকেন।

চরে রাখা হয়েছে ঘোড়ার গাড়িগুলো
চরে রাখা হয়েছে ঘোড়ার গাড়িগুলো
গোসল করার পর ঘোড়া এভাবেই মাটিতে গা শুকায়
জলাশয়ে পানি খাচ্ছে কয়েকটি ঘোড়া
ঘোড়াকে গোসল করাচ্ছেন গাড়িয়ালরা
গোসল শেষে উঠে যাচ্ছে একটি ঘোড়া
ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আলু
গাড়ি থেকে আলুর বস্তা নামানো হচ্ছে
মশা থেকে রক্ষা পেতে নেটের ঘর বানিয়েছেন গাড়িয়ালরা
ঘোড়ার গাড়িয়ালরা মাঠেই থাকেন