Thank you for trying Sticky AMP!!

দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নান

প্রায় ২০০ বছর ধরে দুর্গাসাগরে হয়ে আসছে পুণ্যস্নান। বরিশালসহ বিভিন্ন অঞ্চল থেকে মাধবপাশার দুর্গাসাগর দিঘিতে পুণ্যস্নান করতে আসেন হাজারো পুণ্যার্থী। প্রথম প্রহর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই স্নানোৎসব। নারী-শিশুসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা স্নান করতে আসেন। আজ ১৬ এপ্রিল বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা থেকে ছবিগুলো তুলেছেন সাইয়ান

ব্রাহ্মণের কাছ থেকে শুনে শুনে মন্ত্র পাঠ করছেন এক পুণ্যার্থী
থালায় গুছিয়ে নেওয়া হচ্ছে পূজার অনুষঙ্গ
ধর্মগ্রন্থ পাঠ করছেন এক নারী
পানিতে সিঁদুর ভাসিয়ে দিচ্ছেন এক পুণ্যার্থী
পানিতে ভাসছে ফুল আর সিঁদুর
পানিতে নেমে স্নানের আগে পূজার প্রস্তুতি নিচ্ছেন দুই পুণ্যার্থী
বটগাছের তলায় চলছে পূজা
প্রার্থনায় মগ্ন এক নারী
ঘাটে স্নান করতে পুণ্যার্থীদের ভিড়
এক শিশু পূজার প্রস্তুতি নিচ্ছে
পানিতে নেমে প্রার্থনায় মগ্ন এক নারী