ব্যস্ত জারদৌসি ও কারচুপি কারিগরেরা

ঈদ সামনে রেখে দিনরাত কাজ করছেন জারদৌসি ও কারচুপি কারিগরেরা। চতুর্ভুজ আকৃতির কাঠের ফ্রেম। তাতে টান টান করে আটকানো হয়েছে কাপড়। এ কাপড়ের ওপর নলি, পাল মতি, জরি, রেশমি সুতা, কাঠা পাথর, গ্লাস, ফেব্রিকস গ্লু দিয়ে নকশা ভরা কাজ করছেন কারিগরেরা। তুলে আনছেন ঐতিহ্য। আর কাজে আছে বৈচিত্র্যের ছাপ। নিপুণ হাতের ছোঁয়ায় থ্রিপিস, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে ঝলমলে নকশা তুলছেন জারদৌসি ও কারচুপির কারিগরেরা। দম ফেলার ফুরসত নেই তাঁদের। আজ মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের আমবাগান বিহারিপল্লিতে। ছবি: জুয়েল শীল

জামায় পুঁতি ও চুমকি বসানোর কাজ চলছে
জামায় পুঁতি ও চুমকি বসানোর কাজ চলছে
দুই হাতে সমানতালে ব্যস্ত কারিগরেরা
নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয় একেকটি জামা
পুঁতি দিয়ে কাপড়ে তোলা হয় নানা নকশা
চক দিয়ে আগে কাপড়ের ওপর নকশা তৈরি করা হয়
ব্যবহার করা হয় নানা রকমের সুতা
চুমকি ও পুঁতির কাজে দুই হাত সমানে চালাতে হয়
নানা রঙের পুঁতি ও চুমকির ব্যবহার হয় এসব কাপড়ে
কাগজের এই নকশাগুলো কাপড়ের ওপর বসিয়ে তারপর আঁকা হয়
বিশেষ সুই দিয়ে করতে হয় কারচুপির কাজ