হাওরে নৌকাবিলাস

উফতার হাওর। সিলেট শহরতলির বাইশটিলা গ্রামঘেঁষা হাওরটিতে বর্ষার শুরু থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চলে নৌকাবিলাস। শহর থেকে সাড়ে আট কিলোমিটার দূরের এ হাওরে প্রতিদিনই দেখা যায় ভ্রমণপিপাসু মানুষের ভিড়। শহুরে কোলাহল পেছনে ফেলে শান্ত জলরাশিতে পরিবার-পরিজন নিয়ে নৌকায় করে ভেসে বেড়ান তাঁরা। স্থানীয় মাঝিরা ঘণ্টাপ্রতি নৌকা ভাড়া নেন ২০০ থেকে ৩০০ টাকা। হাওরটিতে গেলে এখন চোখে পড়বে এমন শতাধিক নৌকা।

ঘাটে রাখা বাহারি সাজের নৌকা
ঘাটে রাখা বাহারি সাজের নৌকা
হাওর ভ্রমণের জন্য নৌকায় উঠছেন তাঁরা
হাওরের বুকে দুটি নৌকা
বইঠা বেয়ে নৌকা এগিয়ে নিচ্ছেন মাঝি
নৌকায় আনন্দভ্রমণে দুই নারী
স্বজনদের নিয়ে হাওরের বুকে
সেলফিতে স্মৃতি ধরে রাখা
দূরে পাহাড়ের সারি। সামনে হাওরের বিস্তীর্ণ জলরাশিতে নৌকাবিলাস
বিকেলে বাড়ে ভ্রমণপিপাসুদের ভিড়
বন্ধুরা মিলে হাওরের সৌন্দর্য উপভোগ