শীতের বিকেলে নৌকাবাইচ

গতকাল শুক্রবার শীতের বিকেলে খুলনার গিলাতলায় নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। খুলনার ও খুলনার আশপাশের জেলা থেকে প্রতিযোগীরা এখানে অংশ নেন। নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছেন সাদ্দাম হোসেন

এক প্রতিযোগী বাইচে অংশ নিতে বইঠা নিয়ে নিজের নৌকার দিকে যাচ্ছেন
এক প্রতিযোগী বাইচে অংশ নিতে বইঠা নিয়ে নিজের নৌকার দিকে যাচ্ছেন
নৌকাবাইচের আয়োজনকে কেন্দ্র করে এলাকায় মেলা বসেছে
নৌকাবাইচ দেখবে বলে বাড়ি থেকে খেলনা দুরবিন নিয়ে এসেছে এক শিশু
নৌকাবাইচ দেখতে আয়োজন করে বসেছেন অনেকে
শিশুকে কোলে নিয়ে নৌকাবাইচ উপভোগ করছেন তিনি
নৌকাবাইচ দেখতে আশপাশের এলাকা থেকে ভিড় করেন অনেকে
নৌকাবাইচে অংশগ্রহণকারী একটি দল
বাইচ শুরুর অপেক্ষায় প্রতিযোগীরা
সঠিকভাবে যেন প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দিচ্ছেন আয়োজক কমিটির একজন সদস্য
শুরু হলো প্রতিযোগিতা
প্রথম হতে আপ্রাণ ছুটছে দলগুলো
শুধু হাত দিয়ে নয়, পা দিয়েও বইঠা চালাচ্ছেন অনেকে
হাঁপিয়ে ওঠা একজন প্রতিযোগী একটু বিশ্রাম নিচ্ছেন
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর গায়ে বিভিন্ন নাম লেখা ছিল
সব দলই যেন একই গতিতে চলছে
যে দল প্রথম হয়েছে, তারা বইঠা উঠিয়ে জানিয়ে দিচ্ছে, তারা আগে পৌঁছেছে
বিজয়ী দলের একজন নিজের স্বজনকে জানাচ্ছেন, তাঁরা প্রথম হয়েছেন