বগুড়ার শিবগঞ্জের বিহারহাট এখন পাখিদের স্বর্গরাজ্য। শতবর্ষী পাকুড়গাছে আশ্রয় নিয়েছে শত শত শামুকখোলসহ নানা প্রজাতির পাখি। ২০১৩ সাল থেকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’ এই পাখি সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এখন পুরো গ্রামই পাখির অভয়ারণ্য রক্ষায় একত্র, যেখানে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। বিহারহাটে পাখির এই কলতান শুনতে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। পাখি কলোনি নিয়ে এবারের এই ছবির গল্প।
