বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়ায় বিস্তৃত এক বিল। নাম ডঙর। শীত মৌসুমে এখানে আসে হরেক প্রজাতির বিপুলসংখ্যক পরিযায়ী পাখি; আর দেশি পাখি তো আছেই। গ্রামবাসী বলছেন, তাঁদের সঙ্গে এই পাখিদের একধরনের সখ্য গড়ে উঠেছে। পাখির কিচিরমিচির–কলরবে তাঁদের ঘুম ভাঙে, দিন শুরু হয়। ডঙর বিলের পাখিদের নিয়ে ছবির গল্প।
