ছবিতে রংপুরের ঘাঘট নদে মাছ শিকার

রংপুরে গত কয়েক দিনের বৃষ্টিতে ঘাঘট নদে পানি বেড়েছে। ধরা পড়ছে নানা জাতের মাছ। সেই মাছ ধরতে নেমেছে এলাকার নানা বয়সের মানুষ।
ছবিগুলো আজ শহরতলির নিসবেতগঞ্জ এলাকা থেকে তোলা।

‘ঠেলা জাল’ দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি
‘ঠেলা জাল’ দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি
মাছ শিকারে ব্যস্ত সবাই
‘চটকা জাল’ দিয়ে মাছ ধরছেন তিনি
মাছ বাছাই করছেন তাঁরা
খালি হাতে মাছ ধরে ডাঙায় ছুড়েছে এক কিশোর
যে যাঁর মতো জাল দিয়ে মাছ ধরছেন
কেউ জাল দিয়ে, কেউবা খালি হাতে মাছ ধরতে ব্যস্ত
ধানখেতে উঠেছে পানি। সেখানে মাছ ধরতে নেমে পড়েছে শিশু-কিশোরের দল
এলাকার মানুষ দলবলে নেমেছে ঘাঘট নদে মাছ ধরতে