রংপুরে গত কয়েক দিনের বৃষ্টিতে ঘাঘট নদে পানি বেড়েছে। ধরা পড়ছে নানা জাতের মাছ। সেই মাছ ধরতে নেমেছে এলাকার নানা বয়সের মানুষ। ছবিগুলো আজ শহরতলির নিসবেতগঞ্জ এলাকা থেকে তোলা।
মঈনুল ইসলামরংপুর
‘ঠেলা জাল’ দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি
বিজ্ঞাপন
মাছ শিকারে ব্যস্ত সবাই
বিজ্ঞাপন
‘চটকা জাল’ দিয়ে মাছ ধরছেন তিনিমাছ বাছাই করছেন তাঁরাখালি হাতে মাছ ধরে ডাঙায় ছুড়েছে এক কিশোরযে যাঁর মতো জাল দিয়ে মাছ ধরছেনকেউ জাল দিয়ে, কেউবা খালি হাতে মাছ ধরতে ব্যস্ত ধানখেতে উঠেছে পানি। সেখানে মাছ ধরতে নেমে পড়েছে শিশু-কিশোরের দলএলাকার মানুষ দলবলে নেমেছে ঘাঘট নদে মাছ ধরতে