সিলেটে সবুজের উৎসব

সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে চলছে বিভাগীয় বৃক্ষমেলা। সারি সারি সবুজ চারা, ফুলে–ফলে ভরা গাছ আর সাজানো স্টল ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। বন বিভাগের আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হওয়া এ মেলায় প্রদর্শিত হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।

বৃক্ষমেলায় ফুল-লতাপাতা দিয়ে সাজানো স্টল
বৃক্ষমেলায় ফুল-লতাপাতা দিয়ে সাজানো স্টল
বন বিভাগের এই স্টলসহ মেলায় মোট ৫৬টি স্টল আছে
নানা জাতের ক্যাকটাসগাছ
মেলা ঘুরে গাছ দেখছেন এক ব্যক্তি
চারা বিক্রি তুলনামূলক কম হলেও গাছের সারি আর সবুজের সমারোহে মেলায় তৈরি হয়েছে এক ভিন্ন আবহ
ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা আছে মেলায়
মেলায় বৃষ্টিস্নাত মাল্টাগাছ
বাবুই পাখির বাসার আদলে তৈরি করা টব বিক্রি হচ্ছে
পছন্দের গাছের চারার খোঁজে দর্শনার্থী