ডেঙ্গুর বাহক এডিস মশা। জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায় এই মশা। এই রোগ থেকে রক্ষার জন্য চাই সচেতনতা। কারণ, অনেক সময় ঘর বা এর চারপাশ থেকেই জন্ম নিতে পারে এডিস মশা। বিশেষ করে গাছের টবে জমে থাকা পানি, বালতিতে রাখা অব্যবহৃত পানি, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি এডিস মশার জন্মের কারণ হয়ে দাঁড়াতে পারে। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার তোলা।
