ঢাকায় ভোটের চিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীর বেশির ভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। ভোটার উপস্থিতি ছিল কম। কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে জটলা ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও বিদেশি পর্যবেক্ষক কিংবা মিডিয়ার লোকজন এলে ভোটের লাইন বড় হয়ে গেছে। আবার চলে গেলে লাইন ফাঁকা।

ভোটারহীন ফাঁকা কেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন পোলিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা। বেলা ১টা ৩০ মিনিট। শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কদমতলী থানা
ছবি: কবির হোসেন
কেন্দ্রের ভেতর ফাঁকা থাকলেও শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকদের ভিড় বাইরে। কদমতলী থানা
দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্র ফাঁকা
আইনশৃঙ্খলা রক্ষায় সড়কে দেখা যায় বিজিবির টহল। জিঞ্জিরা, দক্ষিণ কেরানীগঞ্জ
কেন্দ্রে ভোটারের ভিড় দেখানোর জন্য একদল যুবক গণমাধ্যমকর্মীদের সামনে কৃত্রিম লাইন তৈরি করেন। আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, বেলা ১টা ২৫ মিনিট
দুপুর সাড়ে ১২টা। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেই কোনো ভোটার
বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য ভোটারদের লাইন। কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র
সকাল আটটায় ভোট দেওয়ার আগে ভোটারের হাতের আঙুলে পোলিং কর্মকর্তা অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছেন। মিরপুর সিদ্ধান্ত হাইস্কুল, দারুস সালাম। সকাল ৯টা ৩০ মিনিট
ফাঁকা কেন্দ্র। সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্র, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা
বেলা ৩টা ২০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ ফারুক সড়কে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বিজিবি এসে নিয়ন্ত্রণ করে
ভোট গ্রহণ শেষে গণনা শুরু। শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র। বিকেল ৪টা ৩৫ মিনিট