দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীর বেশির ভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। ভোটার উপস্থিতি ছিল কম। কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে জটলা ছিল চোখে পড়ার মতো। কোথাও কোথাও বিদেশি পর্যবেক্ষক কিংবা মিডিয়ার লোকজন এলে ভোটের লাইন বড় হয়ে গেছে। আবার চলে গেলে লাইন ফাঁকা।
