লাল টকটকে রসকো ফল

আঙুরের মতো থোকা থোকা ফল। আকারে কিছুটা বড়। টকটকে লাল রঙের। চাকমারা ডাকে ‘রসকো’, ত্রিপুরারা বলে ‘তাইথাক’, আর বাঙালিদের কাছে পরিচিত ‘রক্তফল’ নামে। ইংরেজি নাম ‘ব্লাড ফ্রুট’। রং থেকেই যে এমন নাম, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রাকৃতিক বনে পাওয়া যায় ফলটি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফুল–ফলে ভরে থাকে টকমিষ্টি রসকোর গাছ। রাঙামাটি সদরের মোনতলা আদাম এলাকা আর বনরূপা বাজার থেকে ছবিগুলো সম্প্রতি তোলা—

গাছ থেকে পেড়ে আনা হচ্ছে রসকো ফল
গাছ থেকে পেড়ে আনা হচ্ছে রসকো ফল
ঝুড়িতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ফল
বিক্রির আগে বাছাই করা ফল ঝুড়িতে সাজানো হচ্ছে
বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে ঝুড়িভর্তি রসকো ফল
বাজারে ক্রেতার অপেক্ষায় ফলভর্তি ঝুড়িগুলো সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা
রাঙামাটি শহরের বনরূপা বাজারে রসকো ফল নিয়ে বসেছেন এক বিক্রেতা
দেখেশুনে রসকো ফল কিনছেন ক্রেতা
দেখতে লাল টকটকে ও স্বাদে টকমিষ্টি রসকো ফলের চাহিদা দিন দিন বাড়ছে