গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে গত বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার দিন রাত থেকে এ শহরে জারি হয় কারফিউ। তারপর দুদিন ধরে চলছে কারফিউ। আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তারপর আবার শুরু হয়েছে। কারফিউ চলবে আগামীকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত। আজ শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক ছিল। দিনভর মানুষের কর্মকাণ্ডের ছবি নিয়ে ছবির গল্প।
