তিস্তা নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। সম্প্রতি সেই চরে ফুটবল খেলায় মেতে ওঠে একদল শিশু-কিশোর। সেসব কিশোরের দুরন্তপনার কিছু ছবি নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।
মঈনুল ইসলামরংপুর
হাঁটুপানি পেরিয়ে চরে খেলতে যাচ্ছে এই শিশু-কিশোরেরা
বিজ্ঞাপন
ফুটবল খেলা চলছে
বিজ্ঞাপন
খেলতে খেলতে বল পানিতে পড়ে গিয়েছিল। তা কুড়িয়ে আনছে এক কিশোরগোলবারের সামনে চলছে দুপক্ষের খেলোয়াড়ের লড়াইনদীর পানির কাছ দিয়ে একজন বল নিয়ে দৌড়াচ্ছেগোল ঠেকিয়ে দিতে পেরে আনন্দিত গোলরক্ষক বল ভেতর দিয়ে গেছে, নাকি ওপর দিয়ে—এ নিয়ে তর্ক চলছে। বয়সে বড় একজন দর্শকের কাছে সমাধান চাইছে ওরা খেলা শেষ। বাড়িতে ফেরার আগে বল ধুয়ে নিচ্ছে এক কিশোর