পাবনার নদীর চরগুলোয় গেলে দেখা মিলবে পশুর বাথান। বার্ষিক চুক্তির ভিত্তিতে এসব বাথানে বিভিন্ন মালিকের গরু একসঙ্গে লালন–পালন করেন রাখালেরা। এসব বাথানে গরুর পাশাপাশি রয়েছে ভেড়া আর ছাগল। পাবনা সদরের পদ্মা নদীর চর ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—
হাসান মাহমুদ পাবনা
নদীর চরে অলস বসে আছে গরু আর ভেড়ার পাল
বিজ্ঞাপন
চরজুড়ে ঘুরে বেড়ায় গরুর পাল
বিজ্ঞাপন
চরের বালুতে বসে আছে একটি সাদা বাছুর গাভির দুগ্ধ পান করছে বাছুরেরাবিশালাকারের এই গরুগুলো চরে বেড়ে ওঠে গরু চরাতে দিয়ে গল্পে মেতেছেন দুই রাখালচরে অস্থায়ী ঘর বানিয়ে, নিজেরাই রান্না করে খাবারের বন্দোবস্ত করেন রাখালেরাচরে গরুর পাশাপাশি রয়েছে ছাগলও চরের আলো-বাতাসে হৃষ্টপুষ্ট হয়েছে ভেড়াটি চরের জমিতে চড়ে বেড়াচ্ছে ভেড়ার পাল