বর্ষায় সিলেটের হাওরাঞ্চল এক ভিন্ন রূপ নেয়। চারপাশে থইথই পানি, জলমগ্ন মাঠঘাট আর তার বুকচিরে ধীরে এগিয়ে চলে ছোট নৌকা—এমন দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। তাই বর্ষায় হাওর শুধু পরিপূর্ণ জলাধার নয়, বরং সৌন্দর্যের এক পূর্ণাঙ্গ প্রান্তর। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি ও লামনীগাঁও হাওর থেকে গত সোমবার তোলা—