পাহাড়ে জুমচাষির জুমঘর

ধানের বীজ বোনার আগেই কাঠ, বাঁশ ও শণ দিয়ে মাচাং ঘর তৈরি করা হয়। এটা জুমচাষিদের জুমঘর। স্বল্পমেয়াদি ফসল তোলা পর্যন্ত অস্থায়ী এই জুমঘরে অবস্থান করেন জুমিয়া বা জুমচাষিরা। জুমঘর তৈরির ক্ষেত্রে পাহাড়ের উঁচু, খোলামেলা ও প্রাকৃতিক ঝরনার পানি পাওয়া যায়—এমন স্থান নির্বাচন করা হয়। সাধারণত খোলা মাচংসহ দুই কামরার জুমঘর তৈরি করা হয়। রাঙামাটির রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার বিভিন্ন জুমে গিয়ে ছবিগুলো তোলা।

পাহাড়ে জুমচাষির জুমঘর। সীতাপাহাড় এলাকা থেকে তোলা
পাহাড়ে জুমচাষির জুমঘর। সীতাপাহাড় এলাকা থেকে তোলা
জুমের মাঝখানে জুমঘর
উঁচু জায়গায় তৈরি করা জুমঘর
জুমঘরের খোলা মাচাংয়ে বসে বাঁশের ঝুড়ি বানাচ্ছেন জুমচাষি
জুমের মাঝখানে কাছাকাছি একাধিক জুমঘর
জুমঘর লাগোয়া খোলা মাচাংয়ে ধান শুকানো হচ্ছে
জুমঘরে মা ও শিশু। অন্যরা কাজে যাচ্ছেন
এক পাশে কামরাবিহীন জুমঘরে কাজ করছেন রাজস্থলীর এক জুমচাষি
উঁচু ও খোলা জায়গায় ছোট এক কামরার জুমঘর