মসজিদে ইফতার

বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ স্থাপিত হয় ২০০৮ সালে। ঠিক তখন থেকেই মসজিদে ইফতার প্রচলিত। মসজিদ পরিচালনা পর্ষদ ও সেখানকার ব্যবসায়ীরা এই ইফতারের আয়োজন করেন। এবারও রমজানের প্রথম দিন থেকেই মসজিদে চার থেকে পাঁচ শ ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার শুরু করেছেন। দেখুন ছবিতে—

মসজিদের মুসল্লিদের জন্য বানানো হয়েছে শরবত
মসজিদের মুসল্লিদের জন্য বানানো হয়েছে শরবত
সাজানো হচ্ছে ইফতারির প্লেট
প্রতিটি প্লেটে চারজনের জন্য ইফতার বানানো হয়
ধর্মপ্রাণ মুসল্লিরা বিনা মূল্যে এই মসজিদে ইফতার করেন
ইফতার করার উদ্দেশ্যে এসে বসেছেন মুসল্লিরা
মসজিদ উদ্বোধনের পর ১৭ বছর ধরে ইফতার কার্যক্রম চলছে
ইফতারের পসরায় বসেছেন মুসল্লিরা