পাটের দাম ভালো পাচ্ছেন চাষি ও মজুতদারেরা। প্রতি মণ পাট প্রকারভেদে বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৯০০ টাকায়। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২ নভেম্বরব্যস্ত সড়কে মোটরসাইকেলে চড়ে রওনা হয়েছেন চারজন। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বাস টার্মিনাল, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ২ নভেম্বর
বিজ্ঞাপন
টিফিনের ফাঁকে বিদ্যালয়ের মাঠে ইচিংবিচিং খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। আল-আমিন পৌর প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ২ নভেম্বর
বিজ্ঞাপন
ঘরে রাখা ইরি ধান রোদে শুকিয়ে নিচ্ছে একটি পরিবার। গুটুদিয়া, ডুমুরিয়া উপজেলা, ২ নভেম্বরশীত ঋতু আসছে। তাই শীতের সবজি চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে গরুর হাল দিয়ে। নয়াপাড়া, মিঠাপুকুর, রংপুর, ২ নভেম্বরহলদে পা হড়িয়াল (বটকল) পাখিটি পাকা বটফল খেতে এসেছে। ফুরমোন পাহাড়, রাঙামাটি ২ নভেম্বরবগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সোনাতলা পৌর, ০২ নভেম্বরসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এমন দিনে একসঙ্গে মিলে আড্ডা ও ছবি তুলছেন শিক্ষার্থীরা, ২ নভেম্বরইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সভা, সমাবেশ ও প্রচারণার কাজে মাইকের চাহিদা বাড়বে। প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা ধুয়েমুছে নিচ্ছেন মাইকগুলো। সুবিদখালি কোর্ট বিল্ডিং এলাকা, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১ নভেম্বরকুমিল্লা জেলা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে লাইনে দাঁড়িয়েছেন শত শত মানুষ। পুলিশ লাইনস মাঠের সামনে, কুমিল্লা, ২ নভেম্বরকক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। কক্সবাজার, ২ নভেম্বর‘অল সোল ডে’—এই দিনে কবরস্থানে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা প্রিয়জনের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বালন করেন। নারিন্দা, ঢাকা, ২ নভেম্বর