ফুলে মৌমাছি। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর থেকে তোলা। ছবি: আবু সাঈদখুলনা জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা। ছবিটি আজ শুক্রবার খুলনার নগর ভবনের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেনসবুজ পাতার প্রাচুর্যে একলা ফিঙেটি। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিনখেত থেকে আলু তুলে মাঠেই স্তূপ করে রেখেছেন কৃষকেরা। সেখান থেকে স্টিক জাতের ৯১ কেজি আলু ৮৫০ থেকে ৮৬০ টাকায় কিনে নিচ্ছেন ব্যাপারীরা। ছবিটি আজ শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানাসড়কের পাশে ঝোপে ফুটেছে বুনো ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সালপাহাড়ি বনে ফুটেছে বুনো ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের তিনমাইল আলাধনপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীপাহাড়ি প্রকৃতিতে গাছে এসেছে নতুন পাতা। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের কাপতলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীপথের ধারে গাড়িতে মিষ্টি আলু বিক্রি করছেন এক বিক্রেতা। ছবিটি গতকাল বৃহস্পতিবার চীনের লিয়াওনিং প্রদেশ থেকে তোলা। ছবি: এএফপিহোলি উপলক্ষে মুখে রং মাখাচ্ছেন তরুণীরা। ছবিটি আজ শুক্রবার ভারতের আগরতলা থেকে তোলা। ছবি: রয়টার্সগল টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিংয়ের সময় বল ধরতে ডাইভ সাকিব আল হাসানের। ছবি: এএফপিলতাজাতীয় উদ্ভিদের ওপর দিয়ে পিঁপড়ার দল খাদ্য টেনে নিচ্ছে। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি সদরের কাপতলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীক্ষতিকর তামাকখেতে ছেয়ে গেছে মাইনী নদীর পাড়। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার থানাবাজার-সংলগ্ন মাইনী নদীর সেতু এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীরাজধানীর জয়কালী মন্দির রাস্তার ম্যানহোলের ঢাকনা ধসে গেছে। তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত। ছবিটি শুক্রবার দুপুরে ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামদুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে মানববন্ধন করে। ছবিটি শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমবায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার পবিত্র জুমার নামাজের পর হেফাজতে ইসলাম মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় একজনকে আটক করা হয়। ছবি: আশরাফুল আলমমোটরসাইকেলের চালক ও আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই সে নিয়ম না মেনে অত্যন্ত ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম