Thank you for trying Sticky AMP!!

কুয়াশাঢাকা দিনে মাঠে একদল ভেড়া চরিয়ে বোরোখেতের আইল ধরে বাড়িতে ফিরছেন এক নারী। আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট এলাকায়

এক ঝলক (২৭ জানুয়ারি, ২০২১)

ফুটপাতের পাশে ফাঁকা জায়গার মাচা করে লাউ চাষ করেছেন কাশেম নামের এই ব্যক্তি। এ পর্যন্ত সেখানে ৬০টি লাউ ধরেছে। কাঁটাবন ঢাল এলাকা, ঢাকা, ২৭ জানুয়ারি
সৌদি আরবে নদী আক্তারকে হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র আয়োজিত মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন নদীর মা বিউটি আক্তার। জাতীয় প্রেসক্লাব, ২৭ জানুয়ারি
ঢাকা মেডিকেল কলেজের করোনা টিকাদানকেন্দ্রে টিকা নেওয়ার পর কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিক আইসিইউতে নেওয়া হবে, সেই প্রস্তুতি চলছে। ঢাকা, ২৭ জানুয়ারি
বাংলাদেশে আজ বুধবার থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন। দেশে আজ ২৫ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৭ জানুয়ারি
বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ধানের খেত। ফসলের আশায় বুক বেঁধেছেন চাষিরা। জমিতে সার-কীটনাশক ছিটিয়ে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। আজ যশোরের মনিরামপুর উপজেলার রামনাথপুর গ্রামে
কুয়াশাঢাকা দিনে মাঠে একদল ভেড়া চরিয়ে বোরোখেতের আইল ধরে বাড়িতে ফিরছেন এক নারী। আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলার তরণীহাট এলাকায়
ভোটগ্রহণের দায়িত্বরত কর্মকর্তারা। উত্তর কাট্টলী জয় তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেন। নগরের টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র, ২৭ জানুয়ারি
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। আদালতপাড়া, ময়মনসিংহ, ২৭ জানুয়ারি
ভারতে পাস হওয়া কৃষি আইনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে কৃষকেরা। বেঙ্গালুরু, ভারত, ২৬ জানুয়ারি