Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৮ জুলাই , ২০২০)

দুপুরে রাজধানী ঢাকায় শুরু হয় বৃষ্টি। শাহবাগ, ঢাকা, ২৮ জুলাই। ছবি: আবদুস সালাম
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে এক গবাদিপশু বিক্রেতা হাটে তুলেছেন উট। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে উটগুলো সাজানো হয়েছে বাহারি সাজে। সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের একটি পশুর হাটে। ছবি: এএফপি
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পিপিই পরেছেন ইমদাদুল হক। হাট থেকে কোরবানির পশু কিনে বাড়ি ফিরছেন তিনি। দারুসসালাম এলাকা, ঢাকা, ২৭ জুলাই। ছবি: সাবিনা ইয়াসমিন
কোনো একটি বাড়ি থেকে ফেলা হয়েছে ব্যবহৃত গ্লাভস। সেটি বৈদ্যুতিক তারে আটকে ঝুলে আছে। করোনাকালে ব্যবহৃত গ্লাভস যেখানে-সেখানে ফেলায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। আগারগাঁও এলাকা, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: শাকিলা হক
করোনার কারণে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের সাবানের। তাই ব্যস্ত সময় পার করছেন সাবান কারখানার শ্রমিকেরা। স্থানীয়ভাবে এ সাবান গোল্লা সাবান হিসেবে বেশি পরিচিত। সম্প্রতি চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায়। ছবি: জুয়েল শীল
রাতের বেলা সবজির ভ্যানে বিক্রি হচ্ছে শাপলা। মোহাম্মদপুর, ঢাকা, ২৭ জুলাই। ছবি: মানসুরা হোসাইন