গণটিকার ২য় ডোজসহ শিশুদের টিকা নিতে ভিড় করে সাধারণ মানুষ। এসময় তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করায় শিশুসহ আহত হয় অনেকে। নগর স্বাস্থ্য ভবন, খুলনা, ২৮ মার্চ
বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলাকালে সিলেট নগরের সড়কে অবস্থান নেন হরতাল–সমর্থনকারী ব্যক্তিরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৮ মার্চ
বিজ্ঞাপন
রংপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক ঐক্যজোটের আধাবেলা হরতালে নেতা–কর্মীরা। স্টেশন সড়ক, রংপুর, ২৮ মার্চঘাট ও ফেরিস্বল্পতা ছাড়াও অতিরিক্ত গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার লম্বা গাড়ির লাইন। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মার্চগণটিকার ২য় ডোজসহ শিশুদের টিকা নিতে ভিড় করে সাধারণ মানুষ। এসময় তাড়াহুড়ো করে কেন্দ্রে প্রবেশ করায় শিশুসহ আহত হয় অনেকে। নগর স্বাস্থ্য ভবন, খুলনা, ২৮ মার্চঢাকার মিরপুরে ছুরিকাঘাতে খুন দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মরদেহ আসার পরে নিজ বাড়ি মা বুলবুলি বেগমের আহাজারি। রংপুর নগরের ভগি বালাপাড়ায়, ২৮ মার্চতীব্র গরমে পদ্মা নদীর শীতল হতে দূরন্তপনায় মেতেছে শিশুরা। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৮ মার্চমাছ শিকারে যন্ত্র (স্থানীয় ভাবে বাইর বলা হয়) কিনতে বাজারে কিনতে ভিড় করেছেন ক্রেতারা। নালিতাবাড়ী বাজার, ময়মনসিংহ, ২৮ মার্চলোকালয় ঘেষা ডঙরবিল এখন পাতি সরালি পাখি আবাসস্থল। কখনো দলবেঁধে বসে আছে আবার কখন ডানা মিলে উড়ে এই পাখি। আকন্দপাড়া, ডঙর- বিল, গাবতলী, বগুড়া, ২৮ মার্চ