Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (৩০ অক্টোবর ২০১৮)

গাছের ডালে পোকামাকড়ের খোঁজে এক ডাহুক। নতুন বসতি, মানিকগঞ্জ সদর, ৩০ অক্টোবর। ছবি: আব্দুল মোমিন
দৌলতদিয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার সকালে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের একটি কার্প জাতীয় মাছ ধরা পড়ে। স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্যা প্রায় ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। ৫ নম্বর ফেরি ঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ অক্টোবর। ছবি: এম রাশেদুল হক
সবুজ পাহাড়ে ফুটেছে লজ্জাবতী ফুল। মধুপুর এলাকা, খাগড়াছড়ি শহর, ৩০ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
কুয়াশাঢাকা সকালে নদীপথে শহরে যাচ্ছে লোকজন। কাপ্তাই হ্রদ, বালুখালী এলাকা, রাঙামাটি, ৩০ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
আকাশে মেঘ করেছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আছে কুয়াশাও। এমন দিনে শীতের কাপড় পরে বাইরে বের হয়েছে দুই শিশু। সাপছড়ি মধ্য পাড়া, রাঙামাটি সদর, ৩০ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
বসতবাড়ির পাশের গাছগাছালিতে আশ্রয় নিয়েছে বক ও পানকৌড়ির মেলা। হোগলাবুনিয়া গ্রাম, ইন্দুরকানি উপজেলা, পিরোজপুর, সাম্প্রতিক ছবি। ছবি: এ কে এম ফয়সাল
কুমড়া ফুলে মধু সংগ্রহে ব্যস্ত এক পতঙ্গ। জয়রা, মানিকগঞ্জ সদর, ৩০ অক্টোবর। ছবি: আব্দুল মোমিন
অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। তোপখানা রোড, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ট্রাফিক সিগন্যাল অমান্য করেই যেতে চেয়েছিল স্বাধীন পরিবহনের এই গাড়ি। পরে ট্রাফিক পুলিশ দৌড়ে এসে গাড়িটিকে আটকায়। বাংলামোটর, ৩০ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ব্যস্ত সড়কে প্রতিযোগিতা করে চলাচল করছে বাসগুলো। এরই মাঝে এক যাত্রীকে নামানোর প্রস্তুতি নিচ্ছে মেশকাত পরিবহনের এই গাড়ি। বাংলামোটর, ৩০ অক্টোবর। ছবি: দীপু মালাকার
টানা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের পরের দিনও যথারীতি সড়কে বিশৃঙ্খলা তৈরি হয়। মতিঝিল এলাকায় ব্যস্ত সড়কের মাঝখানে যাত্রী তুলছে বিআরটিসির এই বাস। ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: দীপু মালাকার
রাজধানীর শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথার বস্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। আগুনে কমপক্ষে অর্ধশত ঘর পুড়ে গেছে। নিজেদের পোড়া ঘরের সামনে এক কিশোরী। আদাবর, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন