Thank you for trying Sticky AMP!!

ধুলোয় ধূসরিত রাজধানী শহর

প্রায় সারা বছর ধরেই ধুলার দাপটে ভোগান্তিতে থাকেন রাজধানী ঢাকার বাসিন্দারা। শীতের শুরু থেকে ধুলার পরিমাণ আরও বেড়ে যায়। সঙ্গে বাড়ে নগরবাসীর দুর্ভোগ। চলতি শীত মৌসুমে কিছু এলাকার পরিস্থিতি অন্যান্য বছরের চেয়ে বেশি খারাপ। ধুলায় যানবাহনের যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগের যেন শেষ নেই। ধুলার অত্যাচারে শিশু থেকে সব বয়সী মানুষ ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। করোনা মহামারির প্রাদুর্ভাবে গত বছর রাজধানীতে উন্নয়নকাজ কম হলেও গত কয়েক মাস হলো এ কাজ বেড়েছে। চলছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওয়াসার পানি সরবরাহ লাইন, ড্রেনেজ নির্মাণসহ নানাবিধ উন্নয়নকাজ। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ছবিগুলো তুলেছেন হাসান রাজা
পোস্তগোলা-নারায়ণগঞ্জ সড়ক দিয়ে ঢাকায় প্রবেশপথের অংশটিতে সব সময় থাকে ধুলার রাজত্ব। এই ধুলায় ঢেকে থাকে পুরো এলাকা
ধুলার মধ্যে কোলে ছোট্ট শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছেন এক নারী। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়
ধুলায় পথচারীদের ভোগান্তির শেষ নেই। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়
ধুলা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা দুই পথচারীর। গাবতলী বেড়িবাঁধ সড়ক
ধুলায় দাপটে যানবাহন-পথচারী একাকার। পোস্তগোলা এলাকায়
ধুলার মধ্যে রাস্তা পার শিশু শ্রমিকের। পোস্তগোলা এলাকায়
এক মাফলারে অভিভাবক ও শিশুর ধুলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা। পোস্তগোলা-নারায়ণগঞ্জ সড়ক
মেট্রোরেলের কাজের কারণে ধুলায় ঢাকা মিরপুরের শেওড়াপাড়া
করোনা থেকে রক্ষা পেতে মাস্ক না পরলেও ধুলার কারণে মাস্ক পরেন অনেকে। মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে
তিলোত্তমা নগরীর ধুলামাটির ঢিবির ওপর ছোট্ট চড়ুই