Thank you for trying Sticky AMP!!

নরেন্দ্র মোদির সফর নিয়ে ঢাকায় বিক্ষোভে হামলার প্রতিবাদে চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে

মোদির সফর ঘিরে বিক্ষোভ–সংঘাত

নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আজ শুক্রবার জুমার নামাজের পরই সাধারণ মুসল্লি ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনার প্রতিবাদে বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অন্যদিকে মোদির বাংলাদেশ সফর ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ ব্যক্তিদের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আজ শুক্রবার জুমার নামাজের পরই বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ বাধে
মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় বায়তুল মোকাররম এলাকায়
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষে আহত ফটোসাংবাদিক রুবেল রশীদকে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় একজনকে পিস্তল হাতে দেখা যায়
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় ব্যাপক ইট–ছোড়াছুড়ি চলে
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া
বায়তুল মোকাররম এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় ইট থেকে বাঁচতে পদচারী–সেতুতে বসে গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে দেখা যায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের
নরেন্দ্র মোদির সফর নিয়ে ঢাকায় বিক্ষোভে হামলার প্রতিবাদে চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে
মিছিলকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হাটহাজারী থানা
নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে চট্টগ্রামে হাটহাজারীতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন চারজন। নিহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁদের ঘিরে রাখেন হেফাজতের কর্মীরা
নিহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিছুক্ষণ পর মেডিকেলের ভেতরে ভাঙচুর করেন কয়েকজন কর্মী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন