একঝলক (৩ আগস্ট ২০২২)

রাঙামাটি শহরের বনরুপা চৌমুহনীতে যানবাহনের ফাঁক দিয়ে সড়ক পার হচ্ছে শিক্ষার্থীরা। রাঙামাটি, ৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
ফেরি ছেড়ে দিতে র‌্যাম তুলে দেওয়া হচ্ছে। এরপরও ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন যাত্রীরা। দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ আগস্ট
বাঁশের তৈরি কবুতরের খাঁচা বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। তালাগঞ্জ মধ্যবাজার, নালিতাবাড়ী শেরপুর, ৩ আগস্ট
ছুটে আসছে ট্রেন। তবু ঝুঁকি নিয়ে ট্রেনলাইন পার হচ্ছেন এক ব্যক্তি। জোড়াগেট, খুলনা, ৩ আগস্ট
বৃষ্টিতে পুকুরে চাচার ঘাড়ে চেপে সাঁতারের আনন্দে মেতেছে শিশু ফারিয়া। জোড়াগেট, খুলনা , ৩ আগস্ট
সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে মাইকিং করে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই কাজ বন্ধ থাকায় বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কের বর্ধিত অংশে ক্রিকেট খেলায় মেতেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, শান্তিধারা, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ৩ আগস্ট
বিভিন্ন সময় মালিকবিহীন ও সঠিক কাগজপত্র না থাকায় আটক করা শত শত মোটরসাইকেল পড়ে আছে কুমিল্লা সদর দক্ষিণ থানার আঙিনায়। সেখানে এখন বুনো লতায় ভরে গেছে। কুমিল্লা, ৩ আগস্ট
ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ তিন দফা দাবিতে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাসদ জেলা শাখা। রংপুর, ৩ আগস্ট
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন জোবেদা বেগম। পশ্চিম ইচলী, লক্ষ্মীটারি, গঙ্গাচড়া, রংপুর, ৩ আগস্ট
শাবককে বুকে আগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা বানর। ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩ আগস্ট
সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে এসেছেন সাধারণ মানুষ। মুজগুন্নী কেসিসি মার্কেট, খুলনা, ৩ আগস্ট
ফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। বিবির বাজার, কুমিল্লা ৩ আগস্ট
পোকামাকড় থেকে রক্ষা পেতে খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। কিন্তু নিজেকে এই কীটনাশকের হাত থেকে সুরক্ষা দিতে মুখে মাস্ক পরেননি। কামারখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৩ আগস্ট