একঝলক ( ১১ মে ২০২৪)

ভাঙা খেলনা রিকশা নিয়ে মগ্ন এক শিশু। দেয়ানা, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
ভ্যানে বোঝাই করে বিক্রির জন্য ঝুড়ি নিয়ে যাচ্ছেন চালক।  বালিয়াখালি, ডুমুরিয়া, খুলনা, ১১ মে
বৃষ্টিভেজা কামরাঙা ফুল। অশোকলা খান বাড়ি, কুমিল্লা, ১১ মে
পুকুরে মাছ ধরছেন মৎস্যশিকারিরা। ডুনি পুকুর এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১১ মে
আম পাকা শুরু হয়ে গেছে। শশী দেওয়ানপাড়া এলাকা, রাঙামাটি, ১১ মে
যন্ত্র দিয়ে চলছে ধান মাড়াই। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১১ মে
জমি থেকে তোলা হয়েছে পাকা বাঙ্গি। বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।  জগাতলা, ভাঙ্গুড়া, পাবনা, ৯ মে
তিন চাকার যানে নেওয়া হচ্ছে ধান। ওপরে বসে ঘুমিয়ে পড়েছেন অনেকে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আটঘরিয়া-চাটমোহর সড়ক, পাবনা, ১১ মে
গবাদিপশুর খাবার নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। চিলারঝার এলাকা, রংপুর, ১১ মে
বৃষ্টিতে জমেছে নতুন পানি। তাতে এসেছে সোনাব্যাঙের দল। মথুরাপুর, সুজানগর, পাবনা, ১০ মে
আতাই নদী থেকে বাগদা চিংড়ির রেণু ধরে সংরক্ষণ করছে স্থানীয়রা। এই রেণু প্রতিটি ৩ টাকা করে বিক্রি হয়। মল্লিকপুর, দিঘলিয়া, খুলনা, ১০ মে
ফরিদপুর রেলওয়ে স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে মানবন্ধন করেন এলাকাবাসী। ফরিদপুর, ১১ মে
বৃষ্টিতে ভ্যানে চেপে পলিথিন মাথায় দিয়ে গন্তব্যে যাচ্ছেন লোকজন। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১১ মে
ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ বাজার এলাকায় বসেছে লিচুর হাট। আশপাশে বিভিন্ন এলাকার চাষিরা তাঁদের বাগানের লিচু বিক্রির জন্য এই হাটে নিয়ে এসেছেন। ফরিদপুর, ১১ মে
বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে রিকশায় ছাতা মেলে ধরেছেন যাত্রী। বটতলা এলাকা, বরিশাল, ১১ মে
আকাশে কালো মেঘের ঘনঘটা। দেখে মনে হয় যেন রাত নেমে এসেছে। সদর রোড, বরিশাল, ১১ মে
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে বিভিন্ন জাতের পাট আনা হয়েছে। এরপর ট্রলারে করে এসব পাট নিয়ে যাওয়া হবে মিলে। চারারগোপ এলাকা, নারায়ণগঞ্জ, ১১ মে
কুমিল্লার নজরুল অ্যাভিনিউতে দীর্ঘদিন ধরে নালার কাজ চলছে। নির্মাণাধীন সামগ্রী ফেলে রাখায় দুর্ভোগে পড়েছেন পথচারীরা। কর ভবন এলাকা, কুমিল্লা, ১১ মে
মানসম্পন্ন দুধ উৎপাদনের জন্য পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেশ সুনাম। তাই এখানে গড়ে উঠেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দুধ ক্রয়কেন্দ্র। দুগ্ধখামারিরা সকাল-বিকেল এখানে দুধ বিক্রি করতে আসেন। জগাতলা বাজার, ভাঙ্গুড়া, পাবনা, ১১ মে
বৃষ্টিতে রাজধানীর বাউনিয়া বেড়িবাঁধ-সংলগ্ন খেলার মাঠ পানিতে ডুবেছে। এর মধ্যে খেলায় মেতে উঠেছে শিশুরা। মিরপুর, ঢাকা, ১১ মে
সকালের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়। মিরপুর বাঙলা কলেজের সামনে দুপুরেও জমে ছিল বৃষ্টির পানি। মিরপুর এলাকা, ঢাকা, ১১ মে
ঢাকায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা। কাজীপাড়া এলাকা, ঢাকা, ১১ মে
বৃষ্টির কারণে সড়কে পানি জমা গেছে। ফলে দুপুরের দিকেও মিরপুরের কাজীপাড়া এলাকায় সড়কে ছিল যানজট। ১১ মে
ঝোড়ো বাতাসের সঙ্গে টিপটিপ বৃষ্টি। এর মধ্যে মাঠে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। ৬ নম্বর ঘাট, খুলনা শহর, ১১ মে
সিলেট অঞ্চলের হাওর-বাঁওড়, খাল-বিলে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদরও বাড়তে থাকে। অনেকেই এ সময় পুরোনো নৌকার পাশাপাশি নতুন নৌকা কেনেন। স্থানীয় হাট থেকে নৌকা কিনে ভটভটিতে করে নেওয়া হচ্ছে। মিত্রীমহল এলাকা, গোয়াইনঘাট, সিলেট, ১১ মে
বাচ্চা কোলে নিয়ে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায় মা বানরেরা। স্বাবলম্বী না হওয়া পর্যন্ত দেখা যায় মা-ছানার এই অপূর্ব দৃশ্য। সুন্দরবন, খুলনা, ১১ মে