একঝলক (১৩ আগস্ট ২০২৫)

ফুটে আছে গোলাপি রঙের ফুরুস ফুল। যেন বর্ষার আঙিনায় রঙের নীরব উৎসব। রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
রোদঝলমলে দুপুরে রঙের ডানা মেলে বসে আছে ফড়িং। রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৩ আগস্ট
জলে ভাসছে লাল শাপলা। পৌরসভার পুকুর, মৌলভীবাজার, ১৩ আগস্ট
পদ্মার পানি বেড়ে ডুবে গেছে কলাবাগান। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ আগস্ট
মেরামতের অংশ হিসেবে নৌকায় আলকাতরা মাখানো হচ্ছে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ আগস্ট
কারখানায় জুতা বানাতে ব্যস্ত এক কারিগর। সিদ্দিক বাজার, ঢাকা, ১২ আগস্ট
মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট
পেঁপেগাছে ফুল থেকে ফল ধরা শুরু হয়েছে। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৩ আগস্ট
নিম ফুল মনোমুগ্ধকর শোভা ছড়াচ্ছে প্রকৃতিতে। মিরপুর স্টেডিয়াম, ঢাকা, ১৩ আগস্ট
মেঘলা আকাশে খাবারের খোঁজে বসে আছে এক ফিঙে পাখি। সাজাপুর, শাজাহানপুর, বগুড়া, ১৩ আগস্ট
রূপসা নদীর কুল ঘেঁষে নৌকা বেয়ে মাছ ধরতে চলেছেন এক মৎস্যজীবী। রূপসা, খুলনা, ১৩ আগস্ট
বিলের পানিতে শরীর ডুবিয়ে আরাম করছে মহিষ। জাবুসা, রূপসা, খুলনা, ১৩ আগস্ট
বৃষ্টির মধ্যে পেঁপে গাছের পাতার নিচে আশ্রয় নিয়েছে একটি পাখি। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৩ আগস্ট
প্রতিনিয়ত পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে দোকানপাট। দিঘীরপাড় বাজার, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট
গাছে ঝুলছে কাঁচা আমড়া। বালাঘাটা, বান্দরবান, ১৩ আগস্ট
পাহাড়ের চাষিরা আজ বুধবার সাপ্তাহিক হাটে নিজেদের বাগানের কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। মসজিদ সড়ক, বান্দরবান, ১৩ আগস্ট
জলাবদ্ধ সড়ক খানাখন্দে ভরে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঢাকা- মতলব সড়কের পেন্নাই এলাকার চিত্র। দাউদকান্দি, কুমিল্লা, ১৩ আগস্ট
রোপণের জন্য বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন কৃষক। বাতিসা, কুমিল্লা, ১৩ আগস্ট
বাড়ির গাছের কুমড়া ফুল এনে বিক্রি করছেন কৃষক শ্যামল মণ্ডল। কুমড়া ফুল দিয়ে তৈরি করা হয় তেলে ভাজা সুস্বাদু খাবার বড়া। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১৩ আগস্ট