একঝলক (২৬ জুলাই ২০২৪)

আমন রোপণের মৌসুমে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। নাসিরাবাদ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৬ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
ঠাসাঠাসি করে ইঞ্জিনচালিত ট্রলারে উঠেছেন শ্রমজীবী মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন তাঁরা। অন্তারমোড় ঘাট, রাজবাড়ী, ২৬ জুলাই
বিল থেকে গবাদিপশুর খাবার ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক কৃষক। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৬ জুলাই
ছুটির দিনে টিকিট কেটে পুকুরে বড়শি ফেলেছেন শৌখিন মৎস্যশিকারিরা। মাছও পাচ্ছেন বেশ ভালোই। আলালপুর এলাকা, কৈজুরী , ফরিদপুর, ২৬ জুলাই
প্রখর রোদ। তাই ছাতা মাথায় দিয়ে লালশাকের জমিতে নিড়ানি দিচ্ছেন এক কিষানি। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৬ জুলাই
কারফিউ শিথিল করা হলেও পাবনার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। চাঁপাবিবি মসজিদ এলাকা, পাবনা, ২৬ জুলাই
ট্রাকে করে মাছের পোনা নিয়ে যাচ্ছেন বিক্রেতারা। মোস্তফার মোড়, খুলনা, ২৬ জুলাই
কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছেন এক ব্যক্তি। তাঁতি মার্কেট, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৬ জুলাই
দেশজুড়ে চলমান কারফিউর মধ্যে পর্যটক শূন্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক। কটেজগুলোতে বিরাজ করছে নিস্তব্ধতা। সাজেক, রাঙামাটি, ২৬ জুলাই
বিল ছেয়ে গেছে পদ্মফুলে। এই ফুল দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। দক্ষিণগাঁও, বুড়িচং, কুমিল্লা, ২৬ জুলাই