Thank you for trying Sticky AMP!!

একঝলক (২৪ মার্চ, ২০২৩)

পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ দোকান থেকে সুলভে দুধ, ডিম ও মাংস কিনছেন ক্রেতারা। খামারবাড়ি, ঢাকা, ২৪ মার্চ
টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়। আজিমপুর, ঢাকা, ২৩ মার্চ
পবিত্র রমজান উপলক্ষে বাজারে ভিড়। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ মার্চ
দেশের বিভিন্ন এলাকা থেকে নদীপথে ঢাকায় আসছে তরমুজ। বাদামতলী, ঢাকা, ২৩ মার্চ
পয়োনিষ্কাশন পাইপ বসানোর জন্য রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়ক কাটা হয়েছে। এতে সড়কটিতে চলাচলকারী লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা, ২৩ মার্চ
সড়ক দখল করে বসেছে ভ্রাম্যমাণ দোকান। এতে সংকুচিত হয়ে এসেছে যানবাহন চলাচলের জায়গা। যাত্রাবাড়ী, ঢাকা, ২৩ মার্চ
তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজার এলাকার পলিটেকনিক্যাল মাঠ বেহাল। মাঠে ফেলে রাখা হয়েছে পুলিশের জব্দ করা গাড়ি ও রিকশা। আবার ময়লা-আবর্জনা দিয়েও ভাগাড় বানিয়ে রাখা হয়েছে জায়গাটি। তেজগাঁও, ঢাকা, ২৩ মার্চ
দুপুরের গরমে প্রশান্তি পেতে পদ্মা নদীতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। সাঁড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ২৪ মার্চ
বেল বিক্রিতে ব্যস্ত বিক্রেতা। আকারভেদে এক জোড়া বেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। লামাবাজার, সিলেট, ২৪ মার্চ
নর্দমায় ভাসছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধ চড়াচ্ছে চারপাশে। শাহজালাল, সিলেট, ২৪ মার্চ
চরে গম মাড়াই করছেন নারীরা। জয়দেব, গঙ্গাচড়া, রংপুর, ২৪ মার্চ
বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দুধ বিক্রি করতে এসেছেন খামারিরা। প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫২ টাকায় বিক্রি করেন তাঁরা। ভাঙ্গুড়া, পাবনা, ২৪ মার্চ
সূর্যমুখী ফুলে মধু আহরণ করছে এক ভ্রমর। দক্ষিণ মিলনপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ মার্চ
চৈত্র মাসজুড়ে নানা জায়গায় বসে গ্রামীণ মেলা। এসব মেলায় বিক্রির আশায় মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ততা এক কারিগরের। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে এক বানর। এইচ এম সেন রোড, বন্দর, নারায়ণগঞ্জ, ২৪ মার্চ
খেত থেকে ভুট্টা তোলার পর রোদে শুকাচ্ছেন এক নারী। গোলাবাড়ি, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২৪ মার্চ
রোজার প্রথম দিনে সিলেট নগরের ইফতারির বাজার জমজমাট। ইফতারি সাজাতে ব্যস্ত এক দোকানি। জিন্দাবাজার, সিলেট, ২৪ মার্চ