ফুলের ওপর বসেছে একটি রঙিন প্রজাপতি। মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ, ৯ মার্চবাঁশের তৈরি পণ্য সাইকেলে বেঁধে গ্রামে গ্রামে ঘুরে বিক্রির জন্য বের হয়েছেন তিনি। ভেপড়া, কাহালু, বগুড়া, ৯ মার্চ
বিজ্ঞাপন
শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি কমে এসেছে। লালন শাহ সেতুর নিচে বেঁধে রাখা হয়েছে একটি নৌকা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৯ মার্চ
বিজ্ঞাপন
নদীতে গরু-বাছুরকে গোসল করাচ্ছে এক রাখাল। চর ভবানীপুর, পাবনা, ৯ মার্চসুগন্ধা নদীতে নৌকা নিয়ে মাছ শিকারে নেমেছেন মৎস্যজীবীরা। ষাইটপাকিয়া ফেরিঘাট, ঝালকাঠি, ৯ মার্চবোরো ধানের খেতে কীটনাশক ছিটানোর যন্ত্র কাঁধে হেঁটে যাচ্ছেন এক কৃষক। ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকারক। চাকলার বাজার, ঝালকাঠি, ৯ মার্চগাছের ডালে বসে আছে পানকৌড়ির ঝাঁক। দৌলতপুর দেয়ানা, খুলনা, ৯ মার্চফুটপাতের দোকান থেকে দেখেশুনে নতুন কাপড় কিনছেন ক্রেতারা। সাতমাথা, বগুড়া, ৯ মার্চঝুঁকি নিয়ে সড়কবিভাজক পার হচ্ছেন পথচারীরা। থানা মোড়, বগুড়া, ৯ মার্চবসন্তে ফোটে অর্কিড, পাহাড়ের বিভিন্ন স্থানে দেখা পাওয়া যায় এই ফুলের। নিচু বাগান, রাঙামাটি, ৯ মার্চ তুড়িং ফুলে ভ্রমর এসেছে মধু খেতে। কংলাক পাহাড়, সাজেক, রাঙামাটি, ৯ মার্চ মোটরসাইকেলে চার যাত্রী বহন ঝুঁকিপূর্ণ। মাথায় হেলমেট ছাড়া আঁকাবাঁকা পাহাড়ি পথে প্রায়ই এভাবে যাত্রী আনা–নেওয়া করা হয়। মাচালং বাজার, বাঘাইছড়ি, রাঙামাটি, ৯ মার্চ খাবারের খোঁজে নিমগাছের ডালে এসে বসেছে ঘুঘু পাখিটি। টিলাগড়, সিলেট, ৯ মার্চ সিলেট-তামাবিল সড়কে দিব্যি চলাচল করে তিন চাকার যানবাহন। ইসলামপুর, সিলেট, ৯ মার্চ রংপুরে কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দ্রুত সর্বোচ্চ বিচারের দাবিতে মিছিল হয়। কারমাইকেল কলেজ চত্বর, রংপুর, ৯ মার্চনারীর ওপর সহিংসতার প্রতিবাদে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ মার্চ দিন শেষে গবাদি পশু নিয়ে বাড়ি ফিরছেন নারীরা। নদীর জলে পড়েছে তার প্রতিবিম্ব। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৯ মার্চ