ক্রেতাদের আকৃষ্ট করতে ড্রাগন ফল কেটে রাখা হয়েছে। হেলাতলা মোড়, খুলনা, ৭ আগস্টভরা পদ্মা নদীতে ঘাটে বাঁধা নৌকায় রং করছেন মাঝি। শ্রীরামপুর, রাজশাহী, ৭ আগস্ট
বিজ্ঞাপন
পাট জাগ দেওয়ার কাজে ব্যস্ত সবাই। নবুওছিমদ্দিনপাড়া, রাজবাড়ী, ৭ আগস্ট
বিজ্ঞাপন
বৃষ্টিভেজা কাঠগোলাপ। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৭ আগস্টবৃষ্টির পানিতে টইটম্বুর খালে ছিপজালে মাছ শিকার। পাঁচগাঁও, নালিতাবাড়ী, শেরপুর, ৭ আগস্টসকালে সুরমা নদীতে মাছ শিকারের কাজে ব্যস্ত এক মৎস্যশিকারি। মেন্দিবাগ, সিলেট, ৭ আগস্টবাসাবাড়ির মেঝেতে ব্যবহারের জন্য প্লাস্টিকের পাটি ব্যবহার বেড়েছে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৭ আগস্টফুলে বসেছে প্রজাপতি। নূরনগর, খুলনা, ৭ আগস্টপানির ট্যাংকে বসে আছে চিল। শেখঘাট, সিলেট, ৭ আগস্টবর্ষা মৌসুমে গাছ লাগানোর উত্তম সময়ে ছাত্রদের উদ্যোগে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হচ্ছে স্কুল প্রাঙ্গণে। জিলা স্কুল, কুমিল্লা, ৭ আগস্টঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় হেঁটে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টায় যাত্রীরা। কুট্টাপাড়া মোড়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৭ আগস্টসড়কের পাশে রাখা সাইকেলের হাতলে বসে আছে একটি পাখির ছানা। মমিনপুর, রংপুর, ৭ আগস্টমাঠে কাজ করতে থাকা কৃষকদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন তাঁদের সহকর্মী। চন্দনপাট, রংপুর, ৭ আগস্টদ্রুতগামী কাভার্ড ভ্যান ও ট্রলির সংঘর্ষে এক চালক নিহত ও আরেক চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রাজারহাট, দাউদকান্দি, কুমিল্লা, ৭ আগস্টটানা বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি নিয়ে পাহাড়ের খাদে বসবাস। ভেদাভেদী, রাঙামাটি, ৭ আগস্টটানা কয়েক দিনের বৃষ্টিতে পানি উঠে রাঙামাটি শহরের আসামবস্তি রাঙাপানি সড়ক প্লাবিত হয়েছে। এর মধ্যে যান চলাচল করছে। রাঙাপানি সড়ক, রাঙামাটি, ৭ আগস্টমিল থেকে গমের ভুসির বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। বদরপুর, ফরিদপুর, ৭ আগস্টবর্ষাকালে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এলাকার বাসিন্দারা। তেমনি এক মৎস্যজীবী মাছ ধরছেন। নিকলী, কিশোরগঞ্জ, ৭ আগস্টখাবারের সন্ধানে ওড়াউড়ির পর বিশ্রামে জোড়া শালিক পাখি। পদ্মা ঘাট, পাবনা, ৭ আগস্টঘোড়ার গাড়িতে গাছ চিরে তৈরি করা কাঠ নিয়ে রওনা হয়েছেন এক গাড়োয়ান। মালামালের ওজন বেশি হওয়ায় গাড়িতে না উঠে নিজে হেঁটে চলেছেন। কোমরপুর, পাবনা, ৭ আগস্টনদী-খাল-বিলে এখন পানি বাড়ছে। নতুন পানিতে চলাচলের জন্য নৌকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা। এরশাদ নগর, বৃলাহিড়ীবাড়ী, ফরিদপুর, পাবনা, ৭ আগস্টএক বছর যাবৎ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকা জুলাই আন্দোলনের সময় নিহত এক নারীসহ ছয়জনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মীরা দাফনের উদ্দেশ্যে লাশগুলো নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ, ৭ আগস্ট