পদ্মা নদী শুকিয়ে চর পড়েছে। সেখানে বাদাম চাষ করেছেন কৃষক সোহাগ মোল্লা। এখন বাদাম খেতে নিরানি দিচ্ছেন তিনি। চর টেপুরা কান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১ এপ্রিল।নদীর তীরে বল খেলায় মেতে উঠেছে শিশুরা। চর টেপুরা কান্দি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১ এপ্রিল।
বিজ্ঞাপন
উঁচু ভবনে বিলবোর্ড মেরামতে কাজ করছেন দুই শ্রমিক। নেননি কোনো নিরাপত্তা ব্যবস্থা। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। সাতমাথা এলাকা, বগুড়া, ১ এপ্রিল।
বিজ্ঞাপন
নিরাপদ আবাসনের কথা চিন্তা করে তাল গাছে বাসা তৈরি করছে বাবুই পাখি। মুন্সি ডাংগি এলাকা, ডিগ্রিরচর, সদর উপজেলা, ফরিদপুর, ১ এপ্রিল। আবদুল আওয়াল ৩০ বছর ধরে বাঁশ ও সুতা দিয়ে দোলনা তৈরি করে কুমিল্লাসহ সারা দেশে পাইকারি বিক্রি করেন। প্রতিটি দোলনা আকারভেদে ২০০-৬০০ টাকার মধ্যে বিক্রি হয়। জেলা স্কুল রোড এলাকা, কুমিল্লা, ২ এপ্রিলপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বিপণিবিতানগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে এমন আয়োজন করেন ব্যবসায়ীরা। জিন্দাবাজার, সিলেট, ১ এপ্রিলগরমে বেড়েছে ডাবের চাহিদা। তবে দাম বাড়তি। একেকটি ডাব আকারভেদে বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়। ভ্যানে করে ডাব বিক্রি করছেন এক বিক্রেতা। রিকাবীবাজার, সিলেট, ২ এপ্রিলসড়কের পাশে ফুটপাতের এসব দোকানে বিক্রি হয় ছোট বাচ্চাদের পোশাক। বড় মার্কেট বা শপিংমলে পোশাকের দাম বেশি হওয়ায় এসব দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের। বেচাকেনাও জমে উঠেছে। খান বাহাদুর মার্কেটের সামনে, পাবনা, ২ এপ্রিলপয়লা বৈশাখের প্রস্তুতি হিসেবে মাটির তৈরি হাঁস, মাছ, হরিণ ইত্যাদি রং করছেন শান্তি রানী পাল। সেনহাটি পালপাড়া, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২ এপ্রিলতথ্য আপার উঠান বৈঠকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত নারী ও কিশোরীরা বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ নিয়ে লাল কার্ড প্রদর্শন করে। পানছড়ি বাঙালিপাড়া (প্রশিক্ষণ টিলা), খাগড়াছড়ি, ২ এপ্রিলবিক্রির জন্য খেত থেকে পাকা তরমুজ ঝুড়িতে তুলছেন কৃষকেরা। ইছাখালী চর, মিরসরাই, চট্টগ্রাম, ২ এপ্রিলআকন্দ ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত ভ্রমর। সুবর্ণপুর, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২ এপ্রিলডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গণমাধ্যমের ওপর নিপীড়ন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের পাঠচক্র গ্রুপ ‘অনুশীলন’ আয়োজিত পথ সমাবেশে পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেন শিল্পী অমল আকাশ। প্রেসক্লাবের সামনে, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২ এপ্রিলকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় কচুরিপানা আটকে থাকে। সেখানে খাদ্যের জন্য মাছ এসে জড়ো হয়। বিশেষ করে হ্রদের পানি যখন কমে যায়। সময় বুঝে ছেলেরা কাচকি মাছের জাল ফেলে বড় ও ছোট আকারের সব প্রজাতির মাছ আটকায়। ভালেদি আদাম এলাকা, রাঙামাটি, ২ এপ্রিলপবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে বেগুনের চাহিদা ও দাম বেড়েছে। নিজের খেতের বেগুন তুলে বিক্রির উদ্দেশ্যে গন্তব্যে ছুটেছেন এক নারী। নারেইছড়ি গ্রাম, সদর উপজেলা, রাঙামাটি, ২ এপ্রিলগোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রীর সমন্বয়ে গিফট বক্স দেওয়া হয়। এ সময় খুদে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী, ২ এপ্রিলহারভেস্টার মেশিন দিয়ে কৃষক সোবাহান শেখ নিজের খেতের গম সংগ্রহ করছেন। এই মেশিনে কম খরচে অল্প সময়ে গম কাটা–মাড়াই–ঝাড়া করা যায়। মেশিনের মালিক কৃষকের কাছ থেকে গম কাটা বাবদ প্রতি শতাংশ ৮০ টাকা করে নেন। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২ এপ্রিলচৈত্রের দুপুরে নিজেদের মহিষগুলোকে হাওরে ঘাস খাওয়াতে এনেছে শিশু আবদুল আহাদ। রোদ থেকে বাঁচতে ছাতা মেলেছে ছেলেটি। ছোটখেল হাওর, গোয়াইনঘাট, সিলেট, ২ এপ্রিলসাদাকালো হলেও দেখতে সুন্দর, ক্ষুদ্রাকৃতির এই পাখিদের বাংলা নাম ‘ছোট পানচিল’। প্রজনন মৌসুমে জোড়া তৈরির জন্য স্ত্রী পাখিকে খুশি করতে পুরুষ পাখিরা পানিতে ছোঁ মেরে মাছ শিকার করে নিয়ে আসে এবং ঠোটে তুলে খাইয়ে দেয়। এই সময় জোড়ায় জোড়ায় পাখিরা মাছ খাওয়ানো নিয়ে ব্যস্ত সময় পার করে। পদ্মার চর, সাড়াঘাট, ঈশ্বরদী, পাবনা, ২ এপ্রিলগাছের ছায়ায় বসে লেখাপড়া করছে শিশু শিক্ষার্থীরা। ডাঙ্গীরপাড়, রংপুর, ২ এপ্রিল